খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২৩:২২ আপডেট: : ১৫ আগস্ট ২০২৫, ২৩:২৭
ছবি : বাসস

শেরপুর, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

তিনি তার বক্তব্যে বলেন, 'বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল ও আপসহীন নেতা। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। অসুস্থতা সত্ত্বেও তিনি দেশত্যাগ করেননি বরং দেশের মানুষের কল্যাণেই নিজেকে নিয়োজিত রেখেছেন।'

তিনি বলেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেতনায় গড়ে ওঠা বিএনপিকে বেগম জিয়া সুসংগঠিত রেখেছেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করছেন। তাঁর নেতৃত্বে আগামী নির্বাচনেও ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

বিএনপিকে ঘিরে চলমান অপপ্রচার ও সমালোচনার জবাবে তিনি বলেন, 'যারা বিএনপির বিরুদ্ধে গুজব ও কটূক্তি ছড়াচ্ছেন, তাদের প্রতি আহ্বান থাকবে—সব বিভেদ ভুলে দেশের কল্যাণে এবং জাতীয় ঐক্য গড়ে তুলতে কাজ করুন।'

আলোচনা সভা শেষে উপজেলা ওলামা দলের সদস্য সচিব মো. আশরাফুল আলম বিএনপি চেয়ারপার্সনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০