খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২৩:৪৩
ছবি : বাসস

খুলনা, ১৫ আগস্ট ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা।
সভাপতির বক্তব্যে শফিকুল আলম মনা বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান, জিয়াউর রহমান পাপুল, সাঈদ হাসান লাভলু, রেহেনা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর, খালিশপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু, দৌলতপুর থানার বিএনপি সাধারণ সম্পাদক ইমাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ, দপ্তরের দায়িত্বে শরিফুল ইসলাম টিপু, মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতিসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা তার আশু রোগমুক্তি কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
১০