সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২৩:৪৯

সুনামগঞ্জ, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকালে ঘটা এ সংঘর্ষে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

এ ঘটনায় নিহতরা হলেন- বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই আব্দুল মতিন ও আকবর নামে এক ব্যক্তি। দুজনেই লক্ষ্মীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান। 

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। 

সংঘর্ষে আহত আরো কয়েকজনকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পরিবারসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর রশীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে
বর্ষা শেষেও কুড়িগ্রামে থামছে না নদীভাঙন 
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
১০