ফেনী, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর নিজ জেলা ফেনীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।
আজ শুক্রবার বাদ আসর শহরের পাগলা মিয়া তাকিয়া জামে মসজিদে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারীসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
মোনাজাত পরিচালনা করেন তাকিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া। সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রসঙ্গত জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি। ফেনী-১ আসন থেকে তিনি টানা পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।