রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১১:৩২
ছবি: বাসস

রাজশাহী, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : নগরীর বহরমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রাকেশ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নগরের রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকার রাজেশের পুত্র। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে নগরের বহরমপুর সিটি বাইপাস এলাকায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরগামী আন্ত:নগর কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোয়া ৯টার দিকে রাজশাহী থেকে রহনপুরগামী আন্ত:নগর কমিউটার ট্রেনটি নগরের সিটি বাইপাস সংলগ্ন বহরমপুর এলাকা দিয়ে যাচ্ছিলো। ওই পথ দিয়ে অসর্কভাবে হেঁটে যাওয়ার সময় রাকেশ ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাকেশ পেশায় ঝাড়ুদার ছিলেন। খবর পেয়ে রাজশাহী রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ ওসি ফয়সাল বিন আহসান ঘটনাস্থলে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

রাজশাহী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বাসসকে বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ট্রেন যাওয়ার সময় অসতর্ক অবস্থায় রাকেশ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা গেছে। লাশটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
১০