জন্মাষ্টমী উপলক্ষে রুমায় বর্ণাঢ্য শোভাযাত্রা

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১২:২৭
ছবি: বাসস

বান্দরবান, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার রুমা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপিত হয়েছে।

আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় রুমা সমন্বয় ভক্ত সমাজ ও রুমা সমন্বয় ছাত্র সমাজের উদ্যোগে উপজেলার হরি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি রুমা বাজার প্রদক্ষিণ করে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ, নারী-পুরুষসহ নানা  শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধার সাজে  শোভাযাত্রায় অংশ নিলে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।

স্থানীয় ব্যবসায়ী পলাশ চৌধুরী বলেন, ‘প্রতিবছর জন্মাষ্টমীকে ঘিরে আমরা আনন্দ করি। এবারের আয়োজন খুবই সুন্দর হয়েছে। এটি আমাদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।’

সদর মহিলা মেম্বার কল্যাণী চৌধুরী জানান, ‘শিশুদের শ্রীকৃষ্ণ-রাধার সাজ দেখে খুব ভালো লাগে। ধর্মীয় উৎসবগুলো সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে।’

রুমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। জন্মাষ্টমী শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, বরং সকল মানুষের জন্য আনন্দ ও শান্তির বার্তা বয়ে আনে।’

শোভাযাত্রা শেষে দেশ ও সমাজের শান্তি, মঙ্গল এবং সকল মানুষের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পরিবারসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর রশীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে
বর্ষা শেষেও কুড়িগ্রামে থামছে না নদীভাঙন 
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
১০