জন্মাষ্টমী উপলক্ষে রুমায় বর্ণাঢ্য শোভাযাত্রা

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১২:২৭
ছবি: বাসস

বান্দরবান, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার রুমা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপিত হয়েছে।

আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় রুমা সমন্বয় ভক্ত সমাজ ও রুমা সমন্বয় ছাত্র সমাজের উদ্যোগে উপজেলার হরি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি রুমা বাজার প্রদক্ষিণ করে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ, নারী-পুরুষসহ নানা  শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধার সাজে  শোভাযাত্রায় অংশ নিলে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।

স্থানীয় ব্যবসায়ী পলাশ চৌধুরী বলেন, ‘প্রতিবছর জন্মাষ্টমীকে ঘিরে আমরা আনন্দ করি। এবারের আয়োজন খুবই সুন্দর হয়েছে। এটি আমাদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।’

সদর মহিলা মেম্বার কল্যাণী চৌধুরী জানান, ‘শিশুদের শ্রীকৃষ্ণ-রাধার সাজ দেখে খুব ভালো লাগে। ধর্মীয় উৎসবগুলো সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে।’

রুমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। জন্মাষ্টমী শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, বরং সকল মানুষের জন্য আনন্দ ও শান্তির বার্তা বয়ে আনে।’

শোভাযাত্রা শেষে দেশ ও সমাজের শান্তি, মঙ্গল এবং সকল মানুষের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা : দুই আসামির রিমান্ড
টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর
১০