ছাত্রদল কর্মী জয় হত্যার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৮
পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যা মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: বাসস

পঞ্চগড়, ১৭ আগস্ট ২০২৫ (বাসস) : পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যা মামলার প্রধান আসামি মো. আলামিন (২১) ও তার বড় ভাই মো. আকাশকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে তাদের পঞ্চগড় আদালতে তোলা হলে আলামিন ও আকাশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে, শুক্রবার রাতে চট্টগ্রামে বোনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলামিন ও আকাশ জেলা শহরের নতুনবস্তী এলাকার খলিলুর রহমানের ছেলে।

গত ৬ আগস্ট রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেটে পূর্ব শত্রুতার জেরে আলামিন ও তার সহযোগীরা ছাত্রদলকর্মী জাবেদ উমর জয়কে আটক করে মারধর করেন।

একপর্যায়ে আলামিনের ছুরিকাঘাতে জয় গুরুতর জখম হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জয় মারা যান।

নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্পের জহিরুল হকের ছেলে। এ ঘটনায় ৮ আগস্ট জয়ের বড় ভাই আশরাফ আলী আলামিনকে প্রধান আসামি করে মামলা করেন।

এছাড়া ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয়ে ১০-১১ জনকে আসামি করা হয়।

পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, এর আগে এজাহারভুক্ত আসামি ঝুনুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ হত্যাকাণ্ডের মামলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
১০