ছাত্রদল কর্মী জয় হত্যার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৮
পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যা মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: বাসস

পঞ্চগড়, ১৭ আগস্ট ২০২৫ (বাসস) : পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যা মামলার প্রধান আসামি মো. আলামিন (২১) ও তার বড় ভাই মো. আকাশকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে তাদের পঞ্চগড় আদালতে তোলা হলে আলামিন ও আকাশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে, শুক্রবার রাতে চট্টগ্রামে বোনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলামিন ও আকাশ জেলা শহরের নতুনবস্তী এলাকার খলিলুর রহমানের ছেলে।

গত ৬ আগস্ট রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেটে পূর্ব শত্রুতার জেরে আলামিন ও তার সহযোগীরা ছাত্রদলকর্মী জাবেদ উমর জয়কে আটক করে মারধর করেন।

একপর্যায়ে আলামিনের ছুরিকাঘাতে জয় গুরুতর জখম হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জয় মারা যান।

নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্পের জহিরুল হকের ছেলে। এ ঘটনায় ৮ আগস্ট জয়ের বড় ভাই আশরাফ আলী আলামিনকে প্রধান আসামি করে মামলা করেন।

এছাড়া ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয়ে ১০-১১ জনকে আসামি করা হয়।

পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, এর আগে এজাহারভুক্ত আসামি ঝুনুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ হত্যাকাণ্ডের মামলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সার্বিয়ার বেশ কয়েকটি শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে
চিকিৎসার জন্য গৃহবন্দি থেকে মুক্তি পেয়ে হাসপাতালে গেলেন বলসোনারো
গাজা যুদ্ধের অবসান ও জিম্মি চুক্তির দাবিতে ইসরাইল জুড়ে বিক্ষোভ
ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি
জানুয়ারি থেকে নাইজার মরুভূমি পার হওয়ার সময় ৩৫ অভিবাসীর মৃত্যু: এনজিও
বলিভিয়ার নির্বাচনে ডানপন্থীরা ক্ষমতায় ফিরছেন
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে সংবাদ সম্মেলন
রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে আটকদের বিরুদ্ধে মামলা
দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে নির্বাচন আয়োজনের আহ্বান ফুয়াদের
১০