কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৩:২৬

কিশোরগঞ্জ, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস): কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দাদি ও নাতনি মারা গেছেন। 

শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাতনির ও রাতে চিকিৎসাধীন অবস্থায় দাদির মৃত্যু হয়। 

এর আগে সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় তারা গুরুতর আহত হন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতরা হলেন, উপজেলা আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) এবং তার ৮ মাস বয়সী নাতনি মারিয়া আক্তার।

মারিয়া প্রবাসী মনির হোসেনের একমাত্র সন্তান। 

এছাড়া গুরুতর আহত হয়েছেন মারিয়ার মা হাফসা আক্তার (২৬), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭), রুবেল মিয়া (২২) ও রেনুয়ারা খাতুন (৪৫)।

দুর্ঘটনায় আহত রুবেল মিয়া জানান, তারা কুরিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে একজন রোগী দেখতে যাচ্ছিলেন। পথে স্বনির্ভর বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

ফরিদা আক্তার ও মারিয়া আক্তারের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে মারিয়ার মৃত্যু হয়। রাতে ফরিদা আক্তার মারা যান। 

কটিয়াদী হাইওয়ে থানা পুরিশের উপ-পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন
ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে সরকারে বিবৃতি
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ১, ৫৮০ মামলা
লালমনিরহাটে ফের দুজনকে পুশইন করলো বিএসএফ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ: প্রাদেশিক দুর্যোগ সংস্থা
হিলি বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি
রাজবাড়ীতে পদ্মার ভাঙন বেড়েছে
দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু কাল
সার্বিয়ার বেশ কয়েকটি শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে
চিকিৎসার জন্য গৃহবন্দি থেকে মুক্তি পেয়ে হাসপাতালে গেলেন বলসোনারো
১০