রাঙ্গামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে সংবাদ সম্মেলন

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৫:১৮ আপডেট: : ১৭ আগস্ট ২০২৫, ১৫:২৯
রোববার রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় বাঘাইছড়ি উপজেলাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন করে উপজেলায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানানো হয়। ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ আজ সম্মেলন করেছে বাঘাইছড়ি উপজেলাবাসী।

রোববার সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

বাঘাইছড়িবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাঘাইছড়ির স্থায়ী বাসিন্দা এ্যাডভোকেট মো. রহমত উল্লাহ। 

এ সময় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট জিল্লুর রহমান, মো. রেজাউল করিম, মো. আল আমিন মো. আলমগীর, মো. রকিকুল ইসলাম প্রমুখ। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে এখনো ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হয়নি। 

দীর্ঘদিনেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত না হওয়ায় প্রতিবছর এই উপজেলায় অগ্নিকান্ডে সাধারন মানুষের ঘরবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে বাঘাইছড়ি উপজেলায় একটি পুর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানান এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
নওগাঁয় সহযাত্রীকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনায় আটক ১
ইসলাম ও দেশের প্রয়োজনে যুবসমাজের প্রতি ঐক্যের আহ্বান
পাহাড়ে শান্তি ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন রাশেদ খান
বান্দরবানে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে 
সুনামগঞ্জের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা কয়ছর
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
১০