রাঙ্গামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে সংবাদ সম্মেলন

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৫:১৮ আপডেট: : ১৭ আগস্ট ২০২৫, ১৫:২৯
রোববার রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় বাঘাইছড়ি উপজেলাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন করে উপজেলায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানানো হয়। ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ আজ সম্মেলন করেছে বাঘাইছড়ি উপজেলাবাসী।

রোববার সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

বাঘাইছড়িবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাঘাইছড়ির স্থায়ী বাসিন্দা এ্যাডভোকেট মো. রহমত উল্লাহ। 

এ সময় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট জিল্লুর রহমান, মো. রেজাউল করিম, মো. আল আমিন মো. আলমগীর, মো. রকিকুল ইসলাম প্রমুখ। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে এখনো ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হয়নি। 

দীর্ঘদিনেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত না হওয়ায় প্রতিবছর এই উপজেলায় অগ্নিকান্ডে সাধারন মানুষের ঘরবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে বাঘাইছড়ি উপজেলায় একটি পুর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানান এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০