রাঙ্গামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে সংবাদ সম্মেলন

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৫:১৮ আপডেট: : ১৭ আগস্ট ২০২৫, ১৫:২৯
রোববার রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় বাঘাইছড়ি উপজেলাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন করে উপজেলায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানানো হয়। ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ আজ সম্মেলন করেছে বাঘাইছড়ি উপজেলাবাসী।

রোববার সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

বাঘাইছড়িবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাঘাইছড়ির স্থায়ী বাসিন্দা এ্যাডভোকেট মো. রহমত উল্লাহ। 

এ সময় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট জিল্লুর রহমান, মো. রেজাউল করিম, মো. আল আমিন মো. আলমগীর, মো. রকিকুল ইসলাম প্রমুখ। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে এখনো ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হয়নি। 

দীর্ঘদিনেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত না হওয়ায় প্রতিবছর এই উপজেলায় অগ্নিকান্ডে সাধারন মানুষের ঘরবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে বাঘাইছড়ি উপজেলায় একটি পুর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানান এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০