রাঙ্গামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে সংবাদ সম্মেলন

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৫:১৮ আপডেট: : ১৭ আগস্ট ২০২৫, ১৫:২৯
রোববার রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় বাঘাইছড়ি উপজেলাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন করে উপজেলায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানানো হয়। ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ আজ সম্মেলন করেছে বাঘাইছড়ি উপজেলাবাসী।

রোববার সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

বাঘাইছড়িবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাঘাইছড়ির স্থায়ী বাসিন্দা এ্যাডভোকেট মো. রহমত উল্লাহ। 

এ সময় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট জিল্লুর রহমান, মো. রেজাউল করিম, মো. আল আমিন মো. আলমগীর, মো. রকিকুল ইসলাম প্রমুখ। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে এখনো ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হয়নি। 

দীর্ঘদিনেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত না হওয়ায় প্রতিবছর এই উপজেলায় অগ্নিকান্ডে সাধারন মানুষের ঘরবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে বাঘাইছড়ি উপজেলায় একটি পুর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানান এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭০৯ মামলা
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬
টোকিওতে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আগামী জুনের মধ্যে লংগদু সড়কে স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হবে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ জন গ্রেফতার 
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬
চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা
ময়মনসিংহে বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালার উদ্বোধন
১০