সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৬:৫৪
রোববার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের কনফারেন্স হলে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ছবি: পিআইডি

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, দেশ ও জাতির জন্য সঠিক ভূমি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে মানব সভ্যতা। তাই ভূমি মানুষের জীবনের চেয়েও বেশি প্রিয়।

তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের কনফারেন্স হলে ‘জোনাল সেটেলমেন্ট অফিসার ও চার্জ অফিসারগণের ভূমি জরিপ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

সালেহ আহমেদ বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর মানুষের ভূমির মালিকানা স্বত্ব নির্ধারণ করে পর্চা, খতিয়ান ও নকশা প্রণয়ন করে, যা ভূমির মালিকানা স্বত্ব নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

তিনি বলেন, ডিজিটাল ভূমি রেকর্ড ভূমি বিষয়ক সকল তথ্য কম্পিউটার বা ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হয়। এর মাধ্যমে ভূমি মালিকানা, জমির পরিমাণ, নকশা, খাজনা ও অন্যান্য ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে পাওয়া যায় এবং সহজে ব্যবস্থাপনা করা যায়। 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড.  মো. মাহমুদ হাসানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘কোরিয়া সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা’ অনুষ্ঠিত হয়। 

সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সভাপতিত্ব করেন।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, মো. এমদাদুল হক চৌধুরীসহ পরিকল্পনা মন্ত্রণালয়, ইআরডি ও এনবিআর-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭০৯ মামলা
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬
টোকিওতে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আগামী জুনের মধ্যে লংগদু সড়কে স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হবে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ জন গ্রেফতার 
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬
চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা
ময়মনসিংহে বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালার উদ্বোধন
১০