ডা. নিতাই হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড ৫

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৬:৫৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ আগস্ট  ২০২৫ (বাসস) : ১৩ বছর আগে রাজধানীর বনানীতে নিজ বাসায় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে হত্যার অভিযোগে করা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। এ ছাড়া অপর পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-ডা. নিতাইর গাড়িচালক কামরুল হাসান অরুণ,বকুল মিয়া,মাসুম মিন্টু ওরফে মিন্টু ওরফে বারগিরা মিন্টু,সাঈদ ব্যাপারী ও হোসেন মিজি।

আসামিরা সাইদুল, মাসুম ওরফে প্যাদা মাসুম,মো. আবুল কালাম ওরফে পিচ্চি কালাম ও ফয়সালের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামি রফিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

২০১২ সালের ২৩ আগস্ট মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নিজ বাসায় খুন হন ডা. নিতাই। এ ঘটনায় ডা. নিতাইর বাবা তড়িৎ কান্তি দত্ত ওই দিনই বনানী থানায় মামলা করেন।

২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ১০ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা বলেছেন, চুরি করতে গিয়ে তারা ডা. নিতাই চন্দ্রকে হত্যা করেন। মিন্টু,  রফিকুল, পিচ্চি কালাম, সাইদুল, প্যাদা মাসুদ, ফয়সাল এই মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।ওই বছরের ২২ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। পাঁচ জন আসামি নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আসিয়ানে যোগদানের প্রচেষ্টায় অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ
সিলেটে জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সাবেক হুইপ মাহমুদ পরিবারের সম্পদ জব্দ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু 
আমদানি অনুমতির খবরে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম 
সাবেক এমপি আশরাফের স্ত্রী আফরোজার জমি-দোকান ক্রোকের আদেশ
শেরপুরে নিখোঁজের একদিন পর ছাত্রের মরদেহ উদ্ধার
দ্বিতীয় হার বাংলাদেশ ‘এ’ দলের
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করা সেই যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের সার্ফাররা
১০