খালেদা জিয়ার জন্মদিনে ড্যাব জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার বিশেষ দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় ‘ড্যাব’ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

বগুড়া, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় বাংলাদেশ ডেমোক্রেটিক ডক্টর্স অ্যাসোসিয়েশন (ড্যাব) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ যোহর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার। এসময় তিনি খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হেনা মোস্তফা কামাল, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্নেল মো. মহসিন, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. এম এ ওয়াহেদ, ডা. আবু জাহেদ মো. ফিরোজ, ডা. জামাল-ই-রাব্বী, ডা. আরিফীন জুয়েল, ডা. আতিক, ডা. মোসলেহউদ্দিন হয়দার রাসেল, ডা. আমিনুল ইসলাম হিরু, ডা. শরীফ, ডা. দীপ, ডা. সাজ্জাদসহ অন্যান্য শিক্ষক-চিকিৎসকবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
নওগাঁয় সহযাত্রীকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনায় আটক ১
ইসলাম ও দেশের প্রয়োজনে যুবসমাজের প্রতি ঐক্যের আহ্বান
পাহাড়ে শান্তি ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন রাশেদ খান
বান্দরবানে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে 
সুনামগঞ্জের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা কয়ছর
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
১০