খালেদা জিয়ার জন্মদিনে ড্যাব জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার বিশেষ দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় ‘ড্যাব’ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

বগুড়া, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় বাংলাদেশ ডেমোক্রেটিক ডক্টর্স অ্যাসোসিয়েশন (ড্যাব) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ যোহর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার। এসময় তিনি খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হেনা মোস্তফা কামাল, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্নেল মো. মহসিন, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. এম এ ওয়াহেদ, ডা. আবু জাহেদ মো. ফিরোজ, ডা. জামাল-ই-রাব্বী, ডা. আরিফীন জুয়েল, ডা. আতিক, ডা. মোসলেহউদ্দিন হয়দার রাসেল, ডা. আমিনুল ইসলাম হিরু, ডা. শরীফ, ডা. দীপ, ডা. সাজ্জাদসহ অন্যান্য শিক্ষক-চিকিৎসকবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু 
সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে : মির্জা আব্বাস
বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উলভার্ট
কর্মকর্তাদের দক্ষতা দিয়ে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত পাট সচিব
এশিয়ার সবচেয়ে বড় আরচ্যারী উৎসবের জন্য প্রস্তুত ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বড় পতন, লেনদেনে মন্দাভাব
আইসিসির সেরা একাদশের অধিনায়ক উলভার্ট, নেই বাংলাদেশের ক্রিকেটার
ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে ঢাবিতে দিনব্যাপী কর্মশালা
১০