খালেদা জিয়ার জন্মদিনে ড্যাব জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার বিশেষ দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় ‘ড্যাব’ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

বগুড়া, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় বাংলাদেশ ডেমোক্রেটিক ডক্টর্স অ্যাসোসিয়েশন (ড্যাব) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ যোহর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার। এসময় তিনি খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হেনা মোস্তফা কামাল, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্নেল মো. মহসিন, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. এম এ ওয়াহেদ, ডা. আবু জাহেদ মো. ফিরোজ, ডা. জামাল-ই-রাব্বী, ডা. আরিফীন জুয়েল, ডা. আতিক, ডা. মোসলেহউদ্দিন হয়দার রাসেল, ডা. আমিনুল ইসলাম হিরু, ডা. শরীফ, ডা. দীপ, ডা. সাজ্জাদসহ অন্যান্য শিক্ষক-চিকিৎসকবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০