দিনাজপুরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ২ ভাই আটক

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:৫৩

দিনাজপুর, ১৭ আগস্ট ২০২৫ (বাসস); দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন, সদর উপজেলার বড়গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে মো. মোসলেম উদ্দিন (৩৫) ও তার ভাই মুরসালিন বাবু (২৮)। 

আজ রোববার বিকেলে র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের অভিযানিক দল রোববার সকালে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন মুরসালিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার রুম থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত মোসলেম উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।  

জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন তাদের হেফাজতে ছিল বলে স্বীকার করেছেন।

র‌্যাব সূত্রটি জানায়, আজ রোববার বিকেলে তাদের দিনাজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব সদস্যদের পক্ষ থেকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
নওগাঁয় সহযাত্রীকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনায় আটক ১
ইসলাম ও দেশের প্রয়োজনে যুবসমাজের প্রতি ঐক্যের আহ্বান
পাহাড়ে শান্তি ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন রাশেদ খান
বান্দরবানে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে 
সুনামগঞ্জের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা কয়ছর
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
১০