দিনাজপুরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ২ ভাই আটক

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:৫৩

দিনাজপুর, ১৭ আগস্ট ২০২৫ (বাসস); দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন, সদর উপজেলার বড়গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে মো. মোসলেম উদ্দিন (৩৫) ও তার ভাই মুরসালিন বাবু (২৮)। 

আজ রোববার বিকেলে র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের অভিযানিক দল রোববার সকালে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন মুরসালিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার রুম থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত মোসলেম উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।  

জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন তাদের হেফাজতে ছিল বলে স্বীকার করেছেন।

র‌্যাব সূত্রটি জানায়, আজ রোববার বিকেলে তাদের দিনাজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব সদস্যদের পক্ষ থেকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০