সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৮:০৫
ছবি: বাসস

সাতক্ষীরা, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

আজ রোববার সদর ও কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করেন বিজিবি’ সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) সদস্যরা। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির বিশেষ আভিযানিক দল গোবিন্দকাঠি নামক স্থান হতে, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মন্দির মোড় নামক স্থান হতে, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল নটিজঙ্গল নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় থ্রি-পিস জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশান নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল চান্দুরিড়া মাঠ নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১০ লাখ সাতহাজার পাঁচশ’ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু 
সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে : মির্জা আব্বাস
বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উলভার্ট
কর্মকর্তাদের দক্ষতা দিয়ে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত পাট সচিব
এশিয়ার সবচেয়ে বড় আরচ্যারী উৎসবের জন্য প্রস্তুত ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বড় পতন, লেনদেনে মন্দাভাব
আইসিসির সেরা একাদশের অধিনায়ক উলভার্ট, নেই বাংলাদেশের ক্রিকেটার
ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে ঢাবিতে দিনব্যাপী কর্মশালা
১০