নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৩:৩১
সোমবার নওগাঁ’র সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নওগাঁ, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : 'অভয়fশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। 

আজ সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সদর উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সরোজ কুমার। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম প্রমুখ। 

জেলা প্রশাসক বলেন, নওগাঁ জেলায় মৎস্য সম্পদের বিপুল বৈচিত্র্য ও সম্ভাবনা রয়েছে। ৩ হাজার ৪৮৪ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নওগাঁ জেলার ২৭ লাখ ৮৫ হজার লোকের চাহিদা রয়েছে ৬৮ হজার ৯২৯ মেট্রিক টন। বিগত ২০২৪-২৫ অর্থবছরে জেলায় মাছ উৎপাদন হয়েছে ৯৩ হাজার ৬২১ মেট্রিক টন, যা চাহিদার তুলনায় ২৪ হজার ৭৩২ মে.টন বেশি। নওগাঁ জেলায় ৮৫ টি বিল, ৯৭টি প্লাবন ভূমি, ছোটবড় ৭টি নদীসহ মোট ৪৭ হাজার ৭৫০ হেক্টর জলাশয় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০