নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৩:৩১
সোমবার নওগাঁ’র সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নওগাঁ, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : 'অভয়fশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। 

আজ সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সদর উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সরোজ কুমার। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম প্রমুখ। 

জেলা প্রশাসক বলেন, নওগাঁ জেলায় মৎস্য সম্পদের বিপুল বৈচিত্র্য ও সম্ভাবনা রয়েছে। ৩ হাজার ৪৮৪ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নওগাঁ জেলার ২৭ লাখ ৮৫ হজার লোকের চাহিদা রয়েছে ৬৮ হজার ৯২৯ মেট্রিক টন। বিগত ২০২৪-২৫ অর্থবছরে জেলায় মাছ উৎপাদন হয়েছে ৯৩ হাজার ৬২১ মেট্রিক টন, যা চাহিদার তুলনায় ২৪ হজার ৭৩২ মে.টন বেশি। নওগাঁ জেলায় ৮৫ টি বিল, ৯৭টি প্লাবন ভূমি, ছোটবড় ৭টি নদীসহ মোট ৪৭ হাজার ৭৫০ হেক্টর জলাশয় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০