হিলি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৩:৪৫
ছবি : বাসস

দিনাজপুর, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ দুপুরে দিনাজপুর বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রটি জানায়, সোমবার ভোরে জেলার হিলি সীমান্তে জয়পুরহাট-২০ বিজিবির অধীনস্থ হিলি সিপি বিওপির ক্যাম্পের একটি টহলদল চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে। সীমান্তের মেইন পিলার ২৮৫/৪ এস থেকে প্রায় ৮০ গজ ভেতরে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় কুপিজেসিক ইনজেকশন, ফেনসিডিল, অফিসার চয়েজ মদ, নাইন থাউসেন্ট বিয়ার এবং গ্লাইসিপেজ ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।

দিনাজপুর হিলি সিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আ. সাত্তার জানান, জব্দকৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ২৬ হাজার টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
পল্টন থানার মামলায় দণ্ডিত শহিদুল বাবুল কারাগারে
ওয়াশিংটনে ইউক্রেন শান্তি আলোচনায় ‘সব পক্ষের’ সমঝোতার আহ্বান চীনের
গত বিশ্বকাপের পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৮০ জন হাসপাতালে  
হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ৫ দিনের রিমান্ডে
শ্রেষ্ঠ বিমানসেনা-এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদ বিতরণ
নড়াইলে ট্রাকচাপায় নারী নিহত
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
শরীয়তপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 
১০