নাটোরে বছরে উদ্বৃত্ত ৩৯ হাজার টন মাছ

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৩:৫০
নাটোরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত। ছবি: বাসস

নাটোর, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় বছরে স্থানীয় চাহিদা মিটিয়ে ৩৯ হাজার টন মাছ উদ্বৃত্ত থাকছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক আসমা শাহীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাটোর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ।

মো. আবু সাঈদ বলেন, নাটোর জেলায় বছরে ৭৯ হাজার ৬৯৭ টন মাছ উৎপাদন হয়। এতে বাৎসরিক ৪০ হাজার ৭৩২ টন স্থানীয় চাহিদা মিটিয়ে ৩৮ হাজার ৯৬৫ টন মাছ উদ্বৃত্ত থাকছে।

তিনি বলেন, মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা ও সংরক্ষণ, জেলেদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ, প্রদর্শনী খামার স্থাপন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরণ, জলাশয়ে অবৈধ জাল ও অবকাঠামো উচ্ছেদ ও শাস্তির বিধানসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলে নাটোর মৎস্য সম্পদে উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে।
 
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, সমৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে পরিবেশ-বান্ধব মৎস্য উৎপাদন ব্যবস্থাপনা, সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ, মা মাছের সুরক্ষা প্রদান, মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও মাননিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, মৎস্যচাষি মো. গোলাম নবী ও আব্দুল্লাহ আল কাফী, মৎস্যজীবী মো. সানোয়ার হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং ডিসি পার্কের লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়।

মৎস্য সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সফল মৎস্য চাষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান,  জেলা ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য খাতের টেকসই উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা, পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, মৎস্যজীবীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মূল্যায়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০