সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৪:৩৭ আপডেট: : ১৮ আগস্ট ২০২৫, ১৪:৫৯
সোমবার সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। ছবি: বাসস

সুনামগঞ্জ, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : 'অভয়াশ্রমে গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এ স্লোগানে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। 

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিম এর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য অফিসার প্রশান্ত দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপস রঞ্জন শীল, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জাকির হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, মৎস্য চাষি আনোয়ার হোসেন। 

সভায় বক্তারা বলেন, মৎস্য আমাদের সম্পদ। এর মাধ্যমে কর্মসংস্থান ও পুষ্টির চাহিদা পূরণ ও দারিদ্র্য বিমোচন করা সম্ভব। মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হলে পোনা মাছ ক্রয়, বিক্রয় থেকে আমাদের বিরত থাকতে হবে।

এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আনোয়ার হোসেন। 

অনুষ্ঠান পূর্বে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পুকুরে ৪০ কেজি দেশিয় পোনা মাছ অবমুক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’
প্রতিমা বিসর্জনের সময় সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: কোস্টগার্ড ডিজি 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে দেশ পরিচালনা দায়িত্ব দেবেন, তাকেই স্বাগত জানাব: মঈন খান
ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৩ ডাকাত সদস্য গ্রেফতার
রাজধানীর সবুজবাগে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙ্গুনিয়ার ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল গ্রেফতার
চট্টগ্রামে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক 
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে : কারা কর্তৃপক্ষ
১০