সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৪:৩৭ আপডেট: : ১৮ আগস্ট ২০২৫, ১৪:৫৯
সোমবার সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। ছবি: বাসস

সুনামগঞ্জ, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : 'অভয়াশ্রমে গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এ স্লোগানে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। 

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিম এর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য অফিসার প্রশান্ত দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপস রঞ্জন শীল, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জাকির হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, মৎস্য চাষি আনোয়ার হোসেন। 

সভায় বক্তারা বলেন, মৎস্য আমাদের সম্পদ। এর মাধ্যমে কর্মসংস্থান ও পুষ্টির চাহিদা পূরণ ও দারিদ্র্য বিমোচন করা সম্ভব। মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হলে পোনা মাছ ক্রয়, বিক্রয় থেকে আমাদের বিরত থাকতে হবে।

এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আনোয়ার হোসেন। 

অনুষ্ঠান পূর্বে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পুকুরে ৪০ কেজি দেশিয় পোনা মাছ অবমুক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০