চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৫:১২
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৮ আগস্ট, ২০২৫ ( বাসস) : চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় পাঁচ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে। 

আজ সোমবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন - আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (৩২) ও মো. সোহাগ (৩২)। আহতদের মধ্যে আছেন- সৈকত দাশ, অগ্নি দাশ, কোকিল দাশ ও দীপু দাশ ও অজ্ঞাত ১জন। এরা সকলেই মাছ ব্যবসায়ী।

তারা সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। ভোরে মাছ আনার জন্য পিকআপ ভ্যানটি সীতাকুণ্ড উপজেলা থেকে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাটের দিকে যাচ্ছিল বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন। 

তিনি আরও বলেন, গাড়িটিতে অবস্থান করা ১০ জনই মাছ ব্যবসায়ী ছিলেন।

এদিকে পুলিশ জানায়, পিকআপ ভ্যানটির সামনে তিন জন ও পেছনে সাত জন যাত্রী ছিলেন। নগরের সিটি গেট এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিন জন নিহত হন। 

পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত অবস্থায় আরও পাঁচ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। 

লাশ পুলিশি হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যান্সার আক্রান্ত সুবর্ণচরের জান্নাতকে দেখতে গেলেন ছাত্রদল নেতৃবৃন্দ
জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’
প্রতিমা বিসর্জনের সময় সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: কোস্টগার্ড ডিজি 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে দেশ পরিচালনা দায়িত্ব দেবেন, তাকেই স্বাগত জানাব: মঈন খান
ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৩ ডাকাত সদস্য গ্রেফতার
রাজধানীর সবুজবাগে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙ্গুনিয়ার ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল গ্রেফতার
চট্টগ্রামে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক 
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
১০