লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ছাত্রীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৫:২০
লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মৃত ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৮ম শ্রেণির ছাত্রী শাহীন আক্তার নিহত হয়েছে।  

আজ সোমবার সকালে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শাহীন আক্তার আয়েসা মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ও ব্যবসায়ী মো. শাহজাহানের মেয়ে।

তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, দেয়াল চাপা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও স্বজনরা জানান, রোববার সকালে অভিমান করে ঘর থেকে বের হয় শাহীন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে নিজ ঘরের পাশে চাচা ওসমান গনির নির্মাণাধীন ভবনের দেয়ালের নিচে চাপা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কখন সে দেয়ালের নিচে চাপা পড়ে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যান্সার আক্রান্ত সুবর্ণচরের জান্নাতকে দেখতে গেলেন ছাত্রদল নেতৃবৃন্দ
জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’
প্রতিমা বিসর্জনের সময় সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: কোস্টগার্ড ডিজি 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে দেশ পরিচালনা দায়িত্ব দেবেন, তাকেই স্বাগত জানাব: মঈন খান
ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৩ ডাকাত সদস্য গ্রেফতার
রাজধানীর সবুজবাগে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙ্গুনিয়ার ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল গ্রেফতার
চট্টগ্রামে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক 
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
১০