লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ছাত্রীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৫:২০
লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মৃত ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৮ম শ্রেণির ছাত্রী শাহীন আক্তার নিহত হয়েছে।  

আজ সোমবার সকালে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শাহীন আক্তার আয়েসা মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ও ব্যবসায়ী মো. শাহজাহানের মেয়ে।

তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, দেয়াল চাপা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও স্বজনরা জানান, রোববার সকালে অভিমান করে ঘর থেকে বের হয় শাহীন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে নিজ ঘরের পাশে চাচা ওসমান গনির নির্মাণাধীন ভবনের দেয়ালের নিচে চাপা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কখন সে দেয়ালের নিচে চাপা পড়ে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে সুপারভাইজার নিখোঁজ
নড়াইলে বিনামূল্যে দেড় হাজার রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
রাজশাহীতে দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম বাড়ানো দরকার মনে করছেন বিশেষজ্ঞরা
সমন্বিতভাবে মাতৃদুগ্ধ পানের ওপর জোর দেওয়া প্রয়োজন: স্বাস্থ্য উপদেষ্টা
আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: রিজভী
শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি হুমায়ুন কারাগারে
দেশের সব উপজেলায় সাপে কামড়ের ভ্যাকসিন সরবরাহে হাইকোর্টের নির্দেশ
আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
১০