বরিশাল, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যে বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর বান্ধ রোড সড়কের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক মো. আলফাজ উদ্দীন শেখ এবং বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
আলোচনা সভায় বক্তারা দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রম সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন। পরে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।