নড়াইলে বিনামূল্যে দেড় হাজার রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:২৮
বিনামূল্যে দেড় হাজার রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান। ছবি : বাসস

নড়াইল, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন করা হয়েছে। 

সোমবার দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আতিয়ার রহমানের বাসভবনে দেড় হাজার রোগীকে চোখের পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জন রোগীর চোখে লেন্স সংযোজন করার উদ্যোগ নেয়া হয়েছে। বাকিদের ধাপে ধাপে চিকিৎসা দেয়া হবে। শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদ, দি ফ্রেন্ডস হলোস ফাউন্ডেশন ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ ক্যাম্পে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন, শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, ছোট ছেলে ডা. শরীফ শামীম আতীক, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা.আসিফ হাসান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন।

সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স বলেন, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতি মাসের শেষ শুক্রবার বিনামূল্যে পারিবারিক চিকিৎসা, ওষুধ প্রদান, আইনি পরামর্শ, প্রেসার, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। তিনি আরও জানান, জেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প ও চক্ষুশিবিরের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিনামূল্যে দেড় হাজার রোগীর চোখের চিকিৎসা দেয়া হলো। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০