চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে সুপারভাইজার নিখোঁজ

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:৩১

চট্টগ্রাম, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর পতেঙ্গার সি-বিচ এলাকায় জাহাজ থেকে নামার সময় পা পিছলে পড়ে আনোয়ার আজম খান (৪০) নামে ফিশিং ট্রলারের এক সুপারভাইজার সাগরে নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে নৌ-বাহিনীর ডুবুরি দল ও কোস্ট গার্ডের সদস্যরা।

সোমবার (১৮ আগস্ট) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ আনোয়ার আজম খান নোয়াখালী জেলার সেনবাগ এলাকার নুরু খানের ছেলে।

তিনি এমভি স্টল স্টক নামে ওই ফিশিং ট্রলারের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

জাহাজের ক্রেন অপারেটর আব্দুল মোতালেব বলেন, আমরা ওই জাহাজ থেকে গত তিন দিন আগে নেমে এসেছি। জাহাজটি এখানে ১৮ দিন ছিল। গতকাল রাতে তিনি জাহাজের কাজ শেষে নামার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন। দুর্ঘটনার বিষয়টি কোস্ট গার্ডকে জানালে তারা উদ্ধার তৎপরতা শুরু করে।

ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, নিখোঁজের ঘটনায় গতকাল রোববার রাতে একটি সাধারণ ডায়েরি হয়েছে। কোস্ট গার্ড ও নৌ-বাহিনীর ডুবুরি দল সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ‘জাতীয় উদ্‌যাপন’ কমিটি গঠন 
আগামীকাল ক্রিকেটারদের সাথে দেখা করবেন বিসিবি সভাপতি
উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
১০