চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে সুপারভাইজার নিখোঁজ

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:৩১

চট্টগ্রাম, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর পতেঙ্গার সি-বিচ এলাকায় জাহাজ থেকে নামার সময় পা পিছলে পড়ে আনোয়ার আজম খান (৪০) নামে ফিশিং ট্রলারের এক সুপারভাইজার সাগরে নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে নৌ-বাহিনীর ডুবুরি দল ও কোস্ট গার্ডের সদস্যরা।

সোমবার (১৮ আগস্ট) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ আনোয়ার আজম খান নোয়াখালী জেলার সেনবাগ এলাকার নুরু খানের ছেলে।

তিনি এমভি স্টল স্টক নামে ওই ফিশিং ট্রলারের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

জাহাজের ক্রেন অপারেটর আব্দুল মোতালেব বলেন, আমরা ওই জাহাজ থেকে গত তিন দিন আগে নেমে এসেছি। জাহাজটি এখানে ১৮ দিন ছিল। গতকাল রাতে তিনি জাহাজের কাজ শেষে নামার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন। দুর্ঘটনার বিষয়টি কোস্ট গার্ডকে জানালে তারা উদ্ধার তৎপরতা শুরু করে।

ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, নিখোঁজের ঘটনায় গতকাল রোববার রাতে একটি সাধারণ ডায়েরি হয়েছে। কোস্ট গার্ড ও নৌ-বাহিনীর ডুবুরি দল সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০