চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে সুপারভাইজার নিখোঁজ

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:৩১

চট্টগ্রাম, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর পতেঙ্গার সি-বিচ এলাকায় জাহাজ থেকে নামার সময় পা পিছলে পড়ে আনোয়ার আজম খান (৪০) নামে ফিশিং ট্রলারের এক সুপারভাইজার সাগরে নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে নৌ-বাহিনীর ডুবুরি দল ও কোস্ট গার্ডের সদস্যরা।

সোমবার (১৮ আগস্ট) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ আনোয়ার আজম খান নোয়াখালী জেলার সেনবাগ এলাকার নুরু খানের ছেলে।

তিনি এমভি স্টল স্টক নামে ওই ফিশিং ট্রলারের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

জাহাজের ক্রেন অপারেটর আব্দুল মোতালেব বলেন, আমরা ওই জাহাজ থেকে গত তিন দিন আগে নেমে এসেছি। জাহাজটি এখানে ১৮ দিন ছিল। গতকাল রাতে তিনি জাহাজের কাজ শেষে নামার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন। দুর্ঘটনার বিষয়টি কোস্ট গার্ডকে জানালে তারা উদ্ধার তৎপরতা শুরু করে।

ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, নিখোঁজের ঘটনায় গতকাল রোববার রাতে একটি সাধারণ ডায়েরি হয়েছে। কোস্ট গার্ড ও নৌ-বাহিনীর ডুবুরি দল সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোটালীপাড়ায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
মাদারীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা খোকন তালুকদার
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
মানিকগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ২ 
বুধবার রাতে ফ্লোটিলা ইসরাইলের নৌ অবরোধের কবলে পড়তে পারে
চট্টগ্রাম বন্দরে ১৪ অক্টোবর মধ্যরাত থেকে আদায় হবে বর্ধিত ট্যারিফ
বরিশালে আগৈলঝারার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙামাটির নানিয়ারচরে নৌকা ডুবিতে দুই কলেজ ছাত্র নিখোঁজ
আগামী বছর টেনিসকে বিদায় জানাচ্ছেন মনফিলস
সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে : হাসনাত আব্দুল্লাহ
১০