চট্টগ্রামে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:১৭

চট্টগ্রাম, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

সোমবার (১৮ আগস্ট) সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর আনুমানিক ৪ টার দিকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ওয়ারিদ কুদ্দুস আকিব ওরফে আকিব (২০), মো. সাইফুদ্দীন ওরফে সাবু (২৮) ও নোয়েল ডায়েস (২৪)।

পুলিশ জানায়, সোমবার ভোররাতে সিএনজি অটোরিকশার চালক মনির হোসেন বংশাল রোডের মুখ থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে নিয়ে যান। যাত্রীকে নামিয়ে ভাড়া নেয়ার সময় কিছু লোক যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা, নগদ টাকা ও তার মোবাইলটি ছিনতাই করে মেরিনার্স রোডের দিকে পালিয়ে যায়।

ওসি মো. আব্দুল করিম জানান, খবর পেয়ে পুলিশ দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে পাথারঘাটা এলাকার গঙ্গাবাড়ি আবাসিক এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মৎস্য সম্পদ সংরক্ষণে জোর দিলেন বিশেষজ্ঞরা
১০