চট্টগ্রামে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:১৭

চট্টগ্রাম, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

সোমবার (১৮ আগস্ট) সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর আনুমানিক ৪ টার দিকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ওয়ারিদ কুদ্দুস আকিব ওরফে আকিব (২০), মো. সাইফুদ্দীন ওরফে সাবু (২৮) ও নোয়েল ডায়েস (২৪)।

পুলিশ জানায়, সোমবার ভোররাতে সিএনজি অটোরিকশার চালক মনির হোসেন বংশাল রোডের মুখ থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে নিয়ে যান। যাত্রীকে নামিয়ে ভাড়া নেয়ার সময় কিছু লোক যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা, নগদ টাকা ও তার মোবাইলটি ছিনতাই করে মেরিনার্স রোডের দিকে পালিয়ে যায়।

ওসি মো. আব্দুল করিম জানান, খবর পেয়ে পুলিশ দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে পাথারঘাটা এলাকার গঙ্গাবাড়ি আবাসিক এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০