চট্টগ্রামে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:১৭

চট্টগ্রাম, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

সোমবার (১৮ আগস্ট) সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর আনুমানিক ৪ টার দিকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ওয়ারিদ কুদ্দুস আকিব ওরফে আকিব (২০), মো. সাইফুদ্দীন ওরফে সাবু (২৮) ও নোয়েল ডায়েস (২৪)।

পুলিশ জানায়, সোমবার ভোররাতে সিএনজি অটোরিকশার চালক মনির হোসেন বংশাল রোডের মুখ থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে নিয়ে যান। যাত্রীকে নামিয়ে ভাড়া নেয়ার সময় কিছু লোক যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা, নগদ টাকা ও তার মোবাইলটি ছিনতাই করে মেরিনার্স রোডের দিকে পালিয়ে যায়।

ওসি মো. আব্দুল করিম জানান, খবর পেয়ে পুলিশ দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে পাথারঘাটা এলাকার গঙ্গাবাড়ি আবাসিক এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ : বাণিজ্য উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
১০