মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন ব্রিটিশ হাইকমিশনার

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:২৫
ফাইল ছবি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে আজ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক  সার্জন ডা. শাওন বিন রহমান বাসসকে জানান, ব্রিটিশ হাইকমিশনার বিকেলে প্রায় ৪৫ মিনিট হাসপাতালে অবস্থান করেন। এসময় তিনি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন, ঘুরে ঘুরে দগ্ধদের দেখেন এবং তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।

তিনি বলেন, সারাহ কুক দগ্ধদের চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তিনি চিকিৎসা প্রোটোকল দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

যুক্তরাজ্যের ৯ সদস্যের জরুরি চিকিৎসা দল (ইউকে ইএমটি) গত এক সপ্তাহ ধরে দেশের চিকিৎসকদের সঙ্গে মিলে মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসা দিচ্ছে। তারা তিন সপ্তাহের মিশনে বাংলাদেশে এসেছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান, গত তিন দিন যাবৎ ব্রিটিশ চিকিৎসা দল প্রতিদিন রোগীদের দেখাশোনা করে সমন্বিত চিকিৎসা প্রোটোকলের অধীনে প্রতিটি মেডিকেল বোর্ড সভায় অংশগ্রহণ করছেন।

আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ব্রিটিশ চিকিৎসা দল অত্যন্ত অভিজ্ঞ ক্লিনিক্যাল ব্যক্তিদের নিয়ে গঠিত। এতে সংক্রামক রোগ বিশেষজ্ঞ, নিবিড় পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞ রয়েছে।

তিনি বলেন, ব্রিটিশ চিকিৎসকরা বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে মিলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরিচর্যা ও পুনর্বাসন সেবা প্রদান করবেন।

ডা. শাওন বিন রহমান আরও বলেন, বিমান দুর্ঘটনায় এখনও ২৩ জন দগ্ধ রোগী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। একজনের অবস্থা সংকটাপন্ন, তাকে আইসিইউতে রাখা হয়েছে।

বিমান দুর্ঘটনায় আহত ১৪জন দগ্ধ রোগীকে এখন পর্যন্ত চিকিৎসা শেষে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

গত ২১ জুলাই বাংলাদেশ এয়ার ফোর্সের একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে এ দুর্ঘটনায় পাইলটসহ ৩৫ জন নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মৎস্য সম্পদ সংরক্ষণে জোর দিলেন বিশেষজ্ঞরা
১০