মুন্সীগঞ্জ, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সিরাজদিখানে মিষ্টির কারখানার ম্যানেজারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুর ৩ টায় সিরাজদিখান উপজেলার বাসাইল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় বাজার মনিটরিং করে।
এ সময় ভ্রাম্যমান আদালত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরীর দায়ে উৎসব মিষ্টান্ন কারখানার ম্যানেজার আবু জাফরকে ১৫ হাজার টাকা জরিমানা করে।
এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়া।