সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২০:০১ আপডেট: : ১৮ আগস্ট ২০২৫, ২০:০২

সাতক্ষীরা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস): সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার এবং সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে সোমবার এসব ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ অভিযানিক দল নতুনপাড়া থেকে, বাঁকাল চেকপোস্ট অভিযানিক দল শ্রীরামপুর থেকে, তলুইগাছা বিওপির অভিযানিক দল চারাবাড়ি থেকে এবং গাজীপুর বিওপির অভিযানিক দল অলীর ঘের থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির অভিযানিক দল ভাদিয়ালী ও কেড়াগাছি থেকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির অভিযানিক দল লাঙ্গলঝাড়া থেকে, হিজলদী বিওপির অভিযানিক দল বড়ালী থেকে ওষুধ জব্দ করে।

মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল শ্মশ্বান থেকে এবং সুলতানপুর বিওপির বিশেষ অভিযানিক দল কাঠালতলা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৯ লাখ ৯০ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক তথ্য নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা ওষুধগুলো ভারত থেকে পাচার করার সময় জব্দ করা হয়। জব্দকৃত ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মৎস্য সম্পদ সংরক্ষণে জোর দিলেন বিশেষজ্ঞরা
১০