টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২০:১৩
চায়না দুয়ারী জাল ধ্বংস । ছবি : বাসস

টাঙ্গাইল, ১৮ আগস্ট ২০২৫ (বাসস): জেলার মধুপুর উপজেলায় আজ প্রশাসনের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। 

এছাড়া বেকারি পণ্য প্রস্তুতে অনিয়ম ও ভেজাল মসলা তৈরির দায়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার বিকেলে মধুপুর উপজেলা প্রশাসনের পৃথক অভিযানকালে এসব ব্যবস্থা গ্রহন করা হয়।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর এলাকার হাওদা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার অভিযোগে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হাওদা বিলের ব্রীজ সংলগ্ন অংশ থেকে ২০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ এবং পুড়িয়ে ধ্বংস করা হয়। 

অন্যদিকে, রুটি-বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও  মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রয় মূল্য মুদ্রিত না থাকা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে একটি বেকারি এবং মশলার মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এসময় মানিক বেকারিকে দশহাজার টাকা এবং মশলা মিলকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০