টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২০:১৩
চায়না দুয়ারী জাল ধ্বংস । ছবি : বাসস

টাঙ্গাইল, ১৮ আগস্ট ২০২৫ (বাসস): জেলার মধুপুর উপজেলায় আজ প্রশাসনের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। 

এছাড়া বেকারি পণ্য প্রস্তুতে অনিয়ম ও ভেজাল মসলা তৈরির দায়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার বিকেলে মধুপুর উপজেলা প্রশাসনের পৃথক অভিযানকালে এসব ব্যবস্থা গ্রহন করা হয়।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর এলাকার হাওদা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার অভিযোগে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হাওদা বিলের ব্রীজ সংলগ্ন অংশ থেকে ২০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ এবং পুড়িয়ে ধ্বংস করা হয়। 

অন্যদিকে, রুটি-বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও  মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রয় মূল্য মুদ্রিত না থাকা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে একটি বেকারি এবং মশলার মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এসময় মানিক বেকারিকে দশহাজার টাকা এবং মশলা মিলকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ : বাণিজ্য উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
১০