খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন  

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:৫৫
ছবি: বাসস

খুলনা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনাসহ সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার খুলনার শহীদ হাদিস পার্কে পুকুরে মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হোসেন শওকত। এরপর শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (জেনারেল) মো. হোসেন শওকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, চিংড়ি চাষি মো. আবু হাসান সরদারসহ অন্যান্য অতিথিরা এতে বক্তব্য রাখেন। খুলনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথি বলেন, মাছ শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাছের উৎপাদন বৃদ্ধির ফলে জেলে ও মৎস্য চাষিদের আয় বেড়েছে।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের অনেক জমি এখনও মাছ চাষের জন্য ব্যবহার হয় না। এসব পতিত জমি যদি মাছ চাষের উপযোগী করে তোলা হয় তবে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাহিদাও পূরণ করা সম্ভব হবে।

তিনি উল্লেখ করেন, পরিকল্পিত মাছচাষের মাধ্যমে কম জায়গাতেও অধিক উৎপাদন নিশ্চিত করা যায়। মৎস্য খাত জাতীয় উন্নয়নে অব্যাহতভাবে অবদান রাখছে এবং মানুষের জীবনমান উন্নত করছে।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, মাছচাষি, জেলে, মাছ রপ্তানিকারক এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সফল মাছচাষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানসহ ছয়জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ : বাণিজ্য উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
১০