খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন  

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:৫৫
ছবি: বাসস

খুলনা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনাসহ সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার খুলনার শহীদ হাদিস পার্কে পুকুরে মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হোসেন শওকত। এরপর শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (জেনারেল) মো. হোসেন শওকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, চিংড়ি চাষি মো. আবু হাসান সরদারসহ অন্যান্য অতিথিরা এতে বক্তব্য রাখেন। খুলনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথি বলেন, মাছ শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাছের উৎপাদন বৃদ্ধির ফলে জেলে ও মৎস্য চাষিদের আয় বেড়েছে।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের অনেক জমি এখনও মাছ চাষের জন্য ব্যবহার হয় না। এসব পতিত জমি যদি মাছ চাষের উপযোগী করে তোলা হয় তবে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাহিদাও পূরণ করা সম্ভব হবে।

তিনি উল্লেখ করেন, পরিকল্পিত মাছচাষের মাধ্যমে কম জায়গাতেও অধিক উৎপাদন নিশ্চিত করা যায়। মৎস্য খাত জাতীয় উন্নয়নে অব্যাহতভাবে অবদান রাখছে এবং মানুষের জীবনমান উন্নত করছে।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, মাছচাষি, জেলে, মাছ রপ্তানিকারক এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সফল মাছচাষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানসহ ছয়জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০