মৎস্য সম্পদ সংরক্ষণে জোর দিলেন বিশেষজ্ঞরা

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:৫৯

রংপুর, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : মৎস্য বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা আজ সোমবার দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। সেই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য চাষ সম্প্রসারণে গুরুত্বারোপ করেন তারা।

আজ সোমবার রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধনের জন্য মৎস্য অধিদপ্তর এবং জেলা প্রশাসন যৌথভাবে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবু সায়িম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সায়ীদ।

রংপুর জেলা মৎস্য বিভাগের সহকারী পরিচালক সঞ্জয় ব্যানার্জি মাছ উৎপাদন বৃদ্ধিতে সরকারি পদক্ষেপের রূপরেখা এবং এ পর্যন্ত সাফল্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।

জেলা প্রশাসক বলেন, ‘মাছ বাঙালিদের খাবারে প্রোটিনের একটি প্রধান উৎস এবং পারিবারিক সমৃদ্ধি ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। অনেক কৃষক উৎপাদন বৃদ্ধি এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আধুনিক কৌশল গ্রহণ করছেন।’

তিনি আরো বলেন, ‘সরকার মৎস্য চাষিদের প্রশিক্ষণ, ঋণ ও কারিগরি সহায়তা দিচ্ছে।’ উৎপাদন বৃদ্ধির জন্য সকল নদী, খাল, পুকুর, বিল এবং জলাভূমিকে মাছ চাষের আওতায় আনার ওপরও জোর দেন তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বলেন, ‘দেশব্যাপী মৎস্য সপ্তাহের লক্ষ্য হলো সচেতনতা এবং উৎপাদন বৃদ্ধি করা।’ এই খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৃত মৎস্য চাষিদের সমবায় সমিতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

এর আগে জেলা কালেক্টরেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এছাড়া রংপুর ক্রিকেট গার্ডেনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে তিনজন সফল মাছ চাষিকে পুরস্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০