মৎস্য সম্পদ সংরক্ষণে জোর দিলেন বিশেষজ্ঞরা

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:৫৯

রংপুর, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : মৎস্য বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা আজ সোমবার দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। সেই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য চাষ সম্প্রসারণে গুরুত্বারোপ করেন তারা।

আজ সোমবার রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধনের জন্য মৎস্য অধিদপ্তর এবং জেলা প্রশাসন যৌথভাবে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবু সায়িম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সায়ীদ।

রংপুর জেলা মৎস্য বিভাগের সহকারী পরিচালক সঞ্জয় ব্যানার্জি মাছ উৎপাদন বৃদ্ধিতে সরকারি পদক্ষেপের রূপরেখা এবং এ পর্যন্ত সাফল্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।

জেলা প্রশাসক বলেন, ‘মাছ বাঙালিদের খাবারে প্রোটিনের একটি প্রধান উৎস এবং পারিবারিক সমৃদ্ধি ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। অনেক কৃষক উৎপাদন বৃদ্ধি এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আধুনিক কৌশল গ্রহণ করছেন।’

তিনি আরো বলেন, ‘সরকার মৎস্য চাষিদের প্রশিক্ষণ, ঋণ ও কারিগরি সহায়তা দিচ্ছে।’ উৎপাদন বৃদ্ধির জন্য সকল নদী, খাল, পুকুর, বিল এবং জলাভূমিকে মাছ চাষের আওতায় আনার ওপরও জোর দেন তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বলেন, ‘দেশব্যাপী মৎস্য সপ্তাহের লক্ষ্য হলো সচেতনতা এবং উৎপাদন বৃদ্ধি করা।’ এই খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৃত মৎস্য চাষিদের সমবায় সমিতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

এর আগে জেলা কালেক্টরেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এছাড়া রংপুর ক্রিকেট গার্ডেনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে তিনজন সফল মাছ চাষিকে পুরস্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০