পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২২:০৪
ছবি: বাসস

পিরোজপুর, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : পিরোজপুরে আজ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রিজার্ভ পুকুরে মাছ অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে শহিদুল আলম মিরু মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। এ সময় বক্তারা বলেন, দেশীয় মাছ সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে হবে। অবৈধ জাল ব্যবহার না করা, নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা এবং মৎস্যজীবীদের কল্যাণে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে মৎস্যজীবীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতে আনিসুল-ইনুসহ ৯ জনের ভার্চুয়াল হাজিরা
রাকসু নির্বাচনে ৩২২ জনের মনোনয়নপত্র জমা
শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা
বগুড়ায় তেলের পাম্পে ক্যাশিয়ার খুন, মূল অভিযুক্ত আটক
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণার ফলাফল জনহিতকর কাজে প্রয়োগ করা হবে: খাদ্য সচিব
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২,৫৬৭ মামলা ডিএমপির
ট্রাম্পের 'শেষ সতর্কবার্তা’য় আলোচনায় প্রস্তুত হামাস
কক্সবাজারে হত্যা মামলার আসামি পটুয়াখালীতে গ্রেপ্তার
রাজশাহীতে ১৩ মাদক কারবারি আটক
১০