পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২২:০৪
ছবি: বাসস

পিরোজপুর, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : পিরোজপুরে আজ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রিজার্ভ পুকুরে মাছ অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে শহিদুল আলম মিরু মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। এ সময় বক্তারা বলেন, দেশীয় মাছ সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে হবে। অবৈধ জাল ব্যবহার না করা, নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা এবং মৎস্যজীবীদের কল্যাণে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে মৎস্যজীবীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০