সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২২:৪৫
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল। 

আজ সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। 

প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপ-পরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। 

সিইসির সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্টিফেন সিমা সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশে আইআরআই-এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেছি। ৯০ এর দশক থেকে আইআরআই এখানে সক্রিয়ভাবে কর্মসূচি পরিচালনা করে আসছে। আইআরআই বাংলাদেশের গণতন্ত্রের শক্তিশালীকরণে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

তিনি আরো বলেন, ‘আমি কেবল নির্বাচনের আগে এবং নির্বাচন-পরবর্তীতে  ভবিষ্যত কার্যক্রম এবং আমাদের পরিকল্পনা সম্পর্কে কমিশনকে অবহিত করেছি। আইআরআই বিশ্বব্যাপী গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করে।’

এক প্রশ্নের জবাবে স্টিফেন সিমা বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে একটি ছিল নির্বাচন পূর্ব মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা।’
 
তিনি আরো বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোকে প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইআরআইয়ের সম্পৃক্ততার ধারাবাহিকতা রয়েছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
উত্তরায় আনসার-ভিডিপি মহাপরিচালকের মন্দির পরিদর্শন
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
১০