সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২২:৪৫
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল। 

আজ সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। 

প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপ-পরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। 

সিইসির সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্টিফেন সিমা সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশে আইআরআই-এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেছি। ৯০ এর দশক থেকে আইআরআই এখানে সক্রিয়ভাবে কর্মসূচি পরিচালনা করে আসছে। আইআরআই বাংলাদেশের গণতন্ত্রের শক্তিশালীকরণে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

তিনি আরো বলেন, ‘আমি কেবল নির্বাচনের আগে এবং নির্বাচন-পরবর্তীতে  ভবিষ্যত কার্যক্রম এবং আমাদের পরিকল্পনা সম্পর্কে কমিশনকে অবহিত করেছি। আইআরআই বিশ্বব্যাপী গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করে।’

এক প্রশ্নের জবাবে স্টিফেন সিমা বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে একটি ছিল নির্বাচন পূর্ব মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা।’
 
তিনি আরো বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোকে প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইআরআইয়ের সম্পৃক্ততার ধারাবাহিকতা রয়েছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০