জয়পুরহাটে গ্রাম আদালত পর্যালোচনা সভা 

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৮:৪৭
আজ জয়পুরহাটে গ্রাম আদালত পর্যালোচনা সভা। ছবি : বাসস 

জয়পুরহাট, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জয়পুরহাটে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহা. সবুর আলী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান, আক্কেলপুর ইউএনও মনজুরুল আলম, পাঁচবিবি ইউএনও রোমানা রিয়াজ। 

এছাড়া বক্তব্য দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মিজানুর রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজু প্রমুখ। 
এ সময় গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায়, গ্রাম প্রান্তিক পর্যায়ের জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা করার কৌশল নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিতরা নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি চলাকালীন কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করা যায় তা তুলে ধরেন।

পরে  গ্রাম আদালত কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ক্যাটাগরিতে জয়পুরহাট সদর উপজেলা, ক্ষেতলাল উপজেলা ও কালাই ইউএনওদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০