বরগুনা-ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:০৭

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বরগুনা ও ভোলার বিভিন্ন এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ১ লাখ ৯৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। 

জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকারও বেশি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই আহরণ নিশ্চিতকরণ এবং অবৈধ কার্যক্রম দমন অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সোমবার বরগুনা ও ভোলার বিভিন্ন এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ১ লাখ ৯৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকারও বেশি।

অভিযানের অংশ হিসেবে বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালি নদীর লঞ্চঘাট, কালমেঘা, রূপধন, ছনবুনিয়া, বাইনচুটকি ও কাকচিড়া এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ড প্রায় ৮০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকারও বেশি।

এছাড়া ভোলার মনপুরার জনতা বাজার ও পাশ্ববর্তী পরিত্যক্ত বরফ কল এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকারও বেশি।

অভিযানে জব্দকৃত সব জাল স্থানীয় থানার পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত যৌথ টহল ও অভিযানের মাধ্যমে একদিকে যেমন অবৈধ মৎস্য আহরণ ও সামুদ্রিক সম্পদের অপচয় রোধ করা সম্ভব হচ্ছে, অন্যদিকে উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের ইতিবাচক অবদান নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০