চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বৈদ্যুতিক শাটল গাড়ি (ই-কার) উদ্বোধন করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার ক্যাম্পাসের জিরো পয়েন্টে ই-কার সার্ভিস উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানিয়েছে, ‘মা এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ও ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ নামে একটি সংগঠন যৌথভাবে ছয়টি গাড়ি দিয়ে প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু করেছে।
গাড়িগুলো পরীক্ষামূলকভাবে দু’টি রুটে চলবে। প্রথম রুটটি জিরোপয়েন্ট থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত। আর দ্বিতীয় রুট জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী হল মোড় হয়ে ২ নম্বর গেট অতিক্রম করে আইন অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদ হয়ে পুনরায় জিরো পয়েন্টে পৌঁছাবে।
গাড়িতে শিক্ষার্থীরা নির্দিষ্ট টাকা পরিশোধ করে ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও মোড়ে যাওয়ার সুযোগ পাবেন। ভাড়া সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একটি গাড়িতে একসঙ্গে ১৩ থেকে ১৭ জন শিক্ষার্থী বসার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, এতবড় ক্যাম্পাসে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে রিকশা ভাড়ায় অনেক টাকা খরচ হয়। ইলেকট্রনিক কার চালু হওয়ায় সেই সমস্যাটা কিছুটা হলেও কমবে। এছাড়া স্থানীয় সিএনজি ও রিকশাচালকের দৌরাত্ম্য কমবে। সামনে ই কার এর সংখ্যা আরও বাড়ানোর দাবি তাদের।
উদ্বোধনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র-ছাত্রীদের যাতায়াত সহজ করার জন্য এ ই-কার সার্ভিস চালু করা হয়েছে। আশা করবো ছাত্র-ছাত্রীরা যেন ই-কার ব্যবহার করে সময়মতো ক্লাসে উপস্থিত থাকে। এটা চালানো বেশ সহজ এবং এটার ভাড়াও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমি আরেকটা অনুরোধ করতে চাই, যারা এই ই-কার চালাবেন, তারা আমাদের সম্মানিত ড্রাইভার। তারা লোকাল হোক কিংবা যে-ই হোক তাদের সঙ্গে শিক্ষার্থীরা যেন সদয় আচরণ করে এবং ড্রাইভারাও যেন শিক্ষার্থীদের নিজের সন্তান, ছোট ভাই-বোনের মতো মনে করে। সবাই যেন সুবিধা নিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন, প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন এনায়েত উল্যাহ পাটওয়ারী।