নওগাঁ, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার ধামইরহাট উপজেলায় আজ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ এবং মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. জেসমিন আক্তার।
অনুষ্ঠানে উপজেলায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম জানান, ধামইরহাট উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির দুইহাজার ২২০জন শিক্ষার্থীর মধ্যে ব্যাগ, পেন্সিল, ওয়াটার পট ও রাবারসহ শিক্ষা উপকরণ সেট এবং মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ৫৫টি ভলিবল ও ৫৩০টি ফুটবল বিতরণ করা হয়েছে।