চট্টগ্রামে পৃথক ধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৩১

চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): মহানগরীর কর্ণফুলী এবং বন্দর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জেলার রাউজান থানা ও ঢাকা মহানগরীর শাহ আলী থানার পৃথক দু’টি ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। 

মঙ্গলবার (১৯ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার রাউজান থানার একটি গণধর্ষণ মামলার পলাতক আসামি রাউজানের দলইনগরের আব্বাস আলীর ছেলে মো. সোহেলকে (৩২) গ্রেফতার করা হয়। তার তথ্যমতে কর্ণফুলী থানার নতুন ব্রিজ এলাকা থেকে একই মামলার আরেক আসামি রাউজানের চিকদাইর এলাকার মৃত মো. মুছা’র ছেলে মো. লিটনকে (৪৭) গ্রেফতার করা হয়।

অপরদিকে র‌্যাব-৭ এর আরেকটি অভিযানিক টিম চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর শাহ আলী থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামি জামাল হাওলাদারকে (৩০) গ্রেফতার করেন। জামাল ভোলা জেলার সদর থানার পাতাভেদুরিয়া এলাকার মিলন হাওলাদারের ছেলে। 

গ্রেফতারকৃত তিন আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
চাঁদপুরে ৬৮ মণ্ডপে বিএনপি নেতার অনুদান
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : মিনু
কুমিল্লায় অটোচালক জসিম হত্যায় তিনজনের যাবজ্জীবন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
১০