চট্টগ্রামে পৃথক ধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৩১

চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): মহানগরীর কর্ণফুলী এবং বন্দর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জেলার রাউজান থানা ও ঢাকা মহানগরীর শাহ আলী থানার পৃথক দু’টি ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। 

মঙ্গলবার (১৯ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার রাউজান থানার একটি গণধর্ষণ মামলার পলাতক আসামি রাউজানের দলইনগরের আব্বাস আলীর ছেলে মো. সোহেলকে (৩২) গ্রেফতার করা হয়। তার তথ্যমতে কর্ণফুলী থানার নতুন ব্রিজ এলাকা থেকে একই মামলার আরেক আসামি রাউজানের চিকদাইর এলাকার মৃত মো. মুছা’র ছেলে মো. লিটনকে (৪৭) গ্রেফতার করা হয়।

অপরদিকে র‌্যাব-৭ এর আরেকটি অভিযানিক টিম চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর শাহ আলী থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামি জামাল হাওলাদারকে (৩০) গ্রেফতার করেন। জামাল ভোলা জেলার সদর থানার পাতাভেদুরিয়া এলাকার মিলন হাওলাদারের ছেলে। 

গ্রেফতারকৃত তিন আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০