সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৩৪
ছবি : বাসস

সাতক্ষীরা,  ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা এবং গাজীপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি থেকে ভারতীয় কম্বল ও কসমেটিক পণ্য, ভোমরা বিওপির আভিযানিক দল কুলিয়া থেকে ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল গোবিন্দকাঠি থেকে ভারতীয় মদ জব্দ করেছে। 

এ ছাড়া পদ্মশাখরা বিওপির আভিযানিক দল পদ্মশাখরা বেড়িবাধ থেকে ওষুধ, তলুইগাছা বিওপির আভিযানিক দল শালবাগান থেকে ভারতীয় শাড়ি, কুশখালী বিওপির আভিযানিক দল ছয়ঘরিয়া থেকে এবং ঘোনা বিওপির আভিযানিক দল কাঠালতলা থেকে ওষুধ জব্দ করে।

কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল গেড়াখালী, মজুমদার খালমূখ এবং ভাদিয়ালী থেকে শাড়ি ও ওষুধ, চান্দুরিয়া বিওপির আভিযানিক দল গোয়ালপাড়া থেকে মদ ও ওষুধ, মাদরা বিওপির আভিযানিক দল গেড়াখালী থেকে এবং গাজীপুর বিওপির আভিযানিক দল শ্রীডাঙ্গা থেকে ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৮ লাখ টাকা। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে। মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
চাঁদপুরে ৬৮ মণ্ডপে বিএনপি নেতার অনুদান
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : মিনু
কুমিল্লায় অটোচালক জসিম হত্যায় তিনজনের যাবজ্জীবন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
১০