মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৪০

মুন্সীগঞ্জ, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সদর উপজেলার নয়াগাঁও চানতারা মসজিদের সামনে নদীতে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু মোহাম্মদ সদর উপজেলার নয়াগাওঁ পুর্বপাড়া এলাকার নূর আলমের পুত্র। সে উপজেলার পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে শিশু মোহাম্মদ  নয়াগাঁও চানতারা মসজিদের সামনে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এক পর্যায় শিশুটি নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে শিশু মোহাম্মদকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. মেহফুজ তানজির বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু মোহাম্মদকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০