মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৪০

মুন্সীগঞ্জ, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সদর উপজেলার নয়াগাঁও চানতারা মসজিদের সামনে নদীতে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু মোহাম্মদ সদর উপজেলার নয়াগাওঁ পুর্বপাড়া এলাকার নূর আলমের পুত্র। সে উপজেলার পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে শিশু মোহাম্মদ  নয়াগাঁও চানতারা মসজিদের সামনে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এক পর্যায় শিশুটি নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে শিশু মোহাম্মদকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. মেহফুজ তানজির বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু মোহাম্মদকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
চাঁদপুরে ৬৮ মণ্ডপে বিএনপি নেতার অনুদান
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : মিনু
কুমিল্লায় অটোচালক জসিম হত্যায় তিনজনের যাবজ্জীবন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
১০