রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৩৯
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি : বাসস

রাজবাড়ী, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): রাজবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী। এছাড়া বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, পাংশা উপজেলার আহ্বায়ক মো. সেলিম মিয়া, বালিয়াকান্দি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল আহাম্মদ, পাংশার যুগ্ম আহ্বায়ক সৈকত মাহমুদ।

বক্তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছি। আর যেন কোনো স্বৈরাচার এ দেশের দায়িত্ব না নিতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে এটাই আমাদের দাবি।

সমাবেশ শেষে বৃক্সরোপণ ও ড্রেন নির্মাণ কর্মসূচি পালন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০