বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৪৮ আপডেট: : ১৯ আগস্ট ২০২৫, ২১:৩৮
মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা। ছবি : পিআইডি

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদেরকে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি, নিজ নিজ কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীতে আমাদেরকে দুইটি শিক্ষা বুকে ধারণ করতে হবে। একটি হচ্ছে, সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা; আর অন্যটি হচ্ছে, আত্মশক্তিতে বলীয়ান হয়ে নিজেদের কর্তব্যকর্মে নিয়োজিত হওয়া। আমরা যদি এই দুইটি বৈশিষ্ট্য নিজেদের মাঝে ধারণ করতে পারি, তাহলেই শ্রীকৃষ্ণের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা হবে।’

তিনি আরও বলেন, ‘সমন্বয়বাদিতা ও ধর্মীয় সহনশীলতা এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতিক বৈশিষ্ট্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’ উপদেষ্টা এসময় সকলকে ধর্মীয় সহনশীলতা চর্চার আহ্বান জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, ডা. রমা সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সুব্রত চৌধুরি শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা কাজল দেবনাথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
চাঁদপুরে ৬৮ মণ্ডপে বিএনপি নেতার অনুদান
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : মিনু
কুমিল্লায় অটোচালক জসিম হত্যায় তিনজনের যাবজ্জীবন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
১০