রাঙ্গামাটি, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার বিকেলে বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড়ে অভিযানকালে এসব কাঠ জব্দ করেন বিজিবি’র মারিশ্যা জোনের (২৭ বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়নের একটি টহল দল ৯৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করেন। জব্দকৃত কাঠের সিজার মূল্য একলাখ ৪২ হাজার পাঁচশ’ টাকা।
বিজিবি’র মারিশ্যা জোন (২৭ বিজিবি) কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ অবৈধ সেগুন কাঠ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।