রাজশাহী, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহী সাঁতার ও এ্যাথলেটিকস প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম সভাকক্ষে এ সনদ বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন।
এর আগে তিনি বলেন, খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে মন ও শরীল ভালো থাকে। প্রশিক্ষণ নিলে ভালো খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলা যায়।
এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান রতন, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য মো. সাইফুল ইসলাম কালু, সাঁতার প্রশিক্ষক মো. আব্দুর রউফ রিপনসহ অন্য প্রশিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।