চট্টগ্রামের ডিসি গণশুনানিতে করলেন ২৫টি সমস্যার প্রতিকার

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২০:৪০
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় ইউনিয়ন পর্যায়ে গণশুনানির আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে ওই ইউনিয়নের প্রত্যন্ত এলাকার সব শ্রেণি পেশার মানুষ উপস্থিত হন।

গণশুনানিতে চারপাশে অসংখ্য নারী-পুরুষ। মধ্যিখানে বসে তাদের কথা শুনছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। এখানে কারো দাবি গ্রাম্য সড়ক, যা চলাচলের অযোগ্য, কারো অভিযোগ এলাকায় বেড়েছে মাদকসহ নানা অসামাজিক কার্যকলাপের হার। কেউ বলছেন দীর্ঘদিন ধরে ভোটার আইডি কার্ড না পেয়ে হয়রানি হচ্ছেন তারা, আবার কেউ বলছেন বারবার সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে প্রয়োজনীয় কাজ করতে পারেননি তারা। তাই জেলা প্রশাসক যেন তাদের এসব সমস্যার সমাধান করেন। হলোও তাই, সব শুনে এলাকার ২৫টি সমস্যার সমাধান করার মতো সবকটি কাজ তাৎক্ষণিক শুরুর ব্যবস্থাসহ দপ্তর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিলেন ডিসি ফরিদা খানম। তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা নেয়ায় উচ্ছ্বসিত হয়ে করতালিতে মেতে উঠলেন উপস্থিত জনতা। 

শুনানিকালে প্রধান অতিথি ডিসি বলেন, চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়ন পরিষদের মধ্যে বর্তমানে ৩৬টিতে নেই কোনো জনপ্রতিনিধি। এসব এলাকায় সমস্যা বেড়েছে। জনগণ সেবা বঞ্চিত হচ্ছে। কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষ ডিসি অফিস পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারেন না। তাই জনগণের দোড়গোড়ায় এসে তাদেরকে সেবা পৌঁছে দিতে তিনি ইউনিয়ন পর্যায়ে গণগুনানি শুরু করেছেন এবং সরাসরি জনগণের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শুনে তিনি সমাধান করার চেষ্টা করছেন। 

তিনি বলেন, জনগণের সমস্যা সমাধান করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। মানুষকে সেবা পেতে দৌড়াতে হবে না, প্রশাসন তাদের দোরগোড়ায় যাবে এটাই আমাদের লক্ষ্য। বলতে গেলে এ আগস্ট মাস আমাদের বিজয়ের মাস। সবাই ঐক্যবদ্ধ থেকে বিজয় ধরে রাখতে হবে। এ ধরনের গণশুনানি কেবল সমস্যা সমাধান নয়, বরং জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি জারুল গাছের চারা রোপণ করেন। এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ১০জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জেলে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
 
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ। এ সময় উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
১০