হাসপাতালে মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যায় থাইল্যান্ড থেকে তিনি ঢাকায় ফেরেন। এরপর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক করেন রাত প্রায় ১১টা ৩০ মিনিট পর্যন্ত।

বিএনপির মিডিয়া সেল জানায়, মির্জা ফখরুল বাসায় যাওয়ার পর অস্বস্তি বোধ করছিলেন। তখন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।

বিএনপির মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত ১টায় অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের অধীনে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পর্যবেক্ষণে আছেন। রাত রাত ২টা ২০ মিনিটে ডা. জাহিদ জানান, এখন তিনি ভালো আছেন।

আজ বেলা ১২টায় জামায়াত নেতাদের বিএনপির মহাসচিবকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার ফলোআপ করতে ব্যাংকক যান বিএনপি মহাসচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
গাজা শহর দখলের পরিকল্পনা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদন 
তিন বছরের মধ্যে সর্বনিম্ন সুদহার নির্ধারণ করল নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক
মাগুরায় ১৫দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু
পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
রাজশাহীতে অটো চাপায় এক নারীর মৃত্যু 
নেতানিয়াহুর তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া
নারীর মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০