হাসপাতালে মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যায় থাইল্যান্ড থেকে তিনি ঢাকায় ফেরেন। এরপর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক করেন রাত প্রায় ১১টা ৩০ মিনিট পর্যন্ত।

বিএনপির মিডিয়া সেল জানায়, মির্জা ফখরুল বাসায় যাওয়ার পর অস্বস্তি বোধ করছিলেন। তখন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।

বিএনপির মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত ১টায় অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের অধীনে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পর্যবেক্ষণে আছেন। রাত রাত ২টা ২০ মিনিটে ডা. জাহিদ জানান, এখন তিনি ভালো আছেন।

আজ বেলা ১২টায় জামায়াত নেতাদের বিএনপির মহাসচিবকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার ফলোআপ করতে ব্যাংকক যান বিএনপি মহাসচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় অটোচালক জসিম হত্যায় তিনজনের যাবজ্জীবন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার
মিয়ানমারের ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত 
১০