সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অর্থনীতি নিয়ে ইইউ ও বিটিআরসি’র আলোচনা

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৩:২৭

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে ডেটা সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং এ দেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে।

ইইউ প্রতিনিধি দল আজ এক বিবৃতিতে জানায়, ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী আলোচনায় নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, মৌলিক অধিকারগুলো সুরক্ষিত রাখার পাশাপাশি উদ্ভাবনকে উৎসাহিত এবং ইইউ যাতে বড় ধরনের বিনিয়োগ করতে পারে সেই সুযোগ তৈরি করতে হবে।

ব্রডব্যান্ড সম্প্রসারণ, ফাইভ-জি প্রযুক্তি চালু এবং প্রান্তিক পর্যায়ে সংযোগের সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে একটি নিরাপদ, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গঠনে সহায়তা করতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ।

উভয় পক্ষ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। ইইউ তাদের ‘গ্লোবাল গেটওয়ে’ কৌশলের আওতায় বাংলাদেশকে কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। যাতে আরো নিরাপদ, উন্মুক্ত ও উন্নত ডিজিটাল সংযোগের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০