মাগুরায় ১৫দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৩:৩৮
বুধবার মাগুরায় শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা। ছবি: বাসস

মাগুরা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব ২০২৫ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা।

আজ বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক বনায়ন জোন, জেলার সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক মো. গিয়াস উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ব্যক্তিবর্গ ও সামাজিক বনায়ন জোনের কর্মকর্তারা।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে হলে আমাদের সবাইকে পরিকল্পিতভাবে বৃক্ষ রোপণ করতে হবে। শুধু বৃক্ষরোপণ নয়, এগুলোর সঠিক পরিচর্যা করতেও হবে’। 

আলোচনা শেষে জেলা প্রশাসক বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষমেলায় মোট ১৫টি স্টল বসেছে, যেখানে ফলদ, বনজ ও ঔষধি গাছ প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে ধর্ষণ চেষ্টার মামলায় শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ৬২৫ জন 
হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস নির্ধারণ
বেরোবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
পোল্যান্ডের আকাশে ড্রোন মোকাবিলায় ন্যাটোর সহায়তা
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
১০