নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৪:৪৬
নাটোর জেলার লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড। ছবি: বাসস

নাটোর, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার লালপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম (৩৫) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। 

আজ বুধবার  দুপুরে আসামীর উপস্থিতে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. সোহাগ তালুকদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে রাম নারায়নপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে পারিবারিক কলহ চলে আসছিলো। ২০২০ সালের ২৭ শে এপ্রিল কলহের জেরে লতা খাতুন (২৭) কে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ জোকাদহ বটতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় সিরাজুল ইসলাম। 

পরে লতার মরদেহের ময়না তদন্তে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদন জানার পরে সিরাজুল ইসলামকে আসামি করে একই বছরের ১৩ ডিসেম্বর লালপুর থানায় এজাহার দায়ের করেন লতার বাবা হেলাল উদ্দিন। মামলা রুজুর পরে পুলিশ অভিযান চালিয়ে লালপুর এলাকা থেকে সিরাজুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

জেলা জজ কোর্টের এপিপি এ্যাড. মাহমুদুর রহমান মামুন জানান, মামলাটির শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে সিরাজুল ইসলাম সন্দেহাতীতভাবে দোষী হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।  অনাদায়ে আরো তিন মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার
মিয়ানমারের ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত 
মহানবমী আজ, বাজছে দেবীর বিদায়ঘণ্টা
১০