নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৪:৪৬
নাটোর জেলার লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড। ছবি: বাসস

নাটোর, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার লালপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম (৩৫) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। 

আজ বুধবার  দুপুরে আসামীর উপস্থিতে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. সোহাগ তালুকদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে রাম নারায়নপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে পারিবারিক কলহ চলে আসছিলো। ২০২০ সালের ২৭ শে এপ্রিল কলহের জেরে লতা খাতুন (২৭) কে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ জোকাদহ বটতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় সিরাজুল ইসলাম। 

পরে লতার মরদেহের ময়না তদন্তে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদন জানার পরে সিরাজুল ইসলামকে আসামি করে একই বছরের ১৩ ডিসেম্বর লালপুর থানায় এজাহার দায়ের করেন লতার বাবা হেলাল উদ্দিন। মামলা রুজুর পরে পুলিশ অভিযান চালিয়ে লালপুর এলাকা থেকে সিরাজুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

জেলা জজ কোর্টের এপিপি এ্যাড. মাহমুদুর রহমান মামুন জানান, মামলাটির শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে সিরাজুল ইসলাম সন্দেহাতীতভাবে দোষী হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।  অনাদায়ে আরো তিন মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
১০