কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৫:১৮
কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্টসহ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ছবি: বাসস

কুমিল্লা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার নগরে বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্টসহ সাজেদুল ইসলাম (৩৫) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৫২ টি পাসপোর্ট, ৩টি অ্যানড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত সাজেদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমানগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।

আজ বুধবার সকালে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।    

ওসি মহিনুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাজেদুল ইসলামকে গ্রেফতার করে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যানড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইল সেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চুরি, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র রাখাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। চুরি ও চাঁদাবাজির ঘটনায় কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
১০