কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৫:১৮
কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্টসহ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ছবি: বাসস

কুমিল্লা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার নগরে বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্টসহ সাজেদুল ইসলাম (৩৫) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৫২ টি পাসপোর্ট, ৩টি অ্যানড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত সাজেদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমানগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।

আজ বুধবার সকালে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।    

ওসি মহিনুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাজেদুল ইসলামকে গ্রেফতার করে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যানড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইল সেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চুরি, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র রাখাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। চুরি ও চাঁদাবাজির ঘটনায় কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় অটোচালক জসিম হত্যায় তিনজনের যাবজ্জীবন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার
মিয়ানমারের ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত 
১০