কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৫:১৮
কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্টসহ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ছবি: বাসস

কুমিল্লা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার নগরে বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্টসহ সাজেদুল ইসলাম (৩৫) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৫২ টি পাসপোর্ট, ৩টি অ্যানড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত সাজেদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমানগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।

আজ বুধবার সকালে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।    

ওসি মহিনুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাজেদুল ইসলামকে গ্রেফতার করে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যানড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইল সেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চুরি, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র রাখাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। চুরি ও চাঁদাবাজির ঘটনায় কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫ আয়োজন করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
শ্রীলংকার বিপক্ষে সাদা বলের সিরিজের তারিখ চূড়ান্ত করেছে ইংল্যান্ড
পটুয়াখালীতে অর্ধশতাধিক প্রতিষ্ঠানকে ওয়েস্ট বাস্কেট বিতরণ
দীর্ঘ ১৭ বছর পর ফকিরহাটে বিএনপি’র সম্মেলন
প্রজাতন্ত্রের কর্মচারীদের তথ্য অধিকার আইন জানা গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব
চট্টগ্রাম কাস্টমসের কঠোর নজরদারিতে ১১০ কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধ
মওলানা ভাসানী সেতু’র উদ্বোধন স্থানীয় সরকার উপদেষ্টার
উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে দেশীয় সম্পদ আহরণে জোর দিয়েছেন গভর্নর
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ৩৫৬ জন
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
১০