বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমতার ওপর গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৫:৫২
মঙ্গলবার পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নারীর আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক সমাবেশ আয়োজিত। ছবি: বাসস

রংপুর, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : পঞ্চগড়ে এক সমাবেশে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।  

বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাই উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তাদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত নারীর আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক এ সমাবেশে বক্তারা এসব কথা বলেন । 

পিআইডি’র রংপুর আঞ্চলিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড় জেলা তথ্য অফিস এই সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন পেশার  ১০০ জন নারী অংশ নেন।

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ইমরানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মকছুদুল কবীর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন এবং পঞ্চগড় জেলা তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মো. হায়দার আলী।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ বলেন, নারী ও পুরুষ সমাজের দু’টি চাকার মতো, যা ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয়। তাই নারীদের স্বাবলম্বী করতে তাদের উপযুক্ত শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি অভিশাপ এবং সমাজের অগ্রগতির পথে একটি বড় বাধা। এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ইমরান বলেন, ‘নারীর প্রতি সহিংসতা একটি অপরাধ। নারীরা সমাজের বোঝা নয়। উন্নয়নের সব ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
১০